হোম > সারা দেশ > কক্সবাজার

ধসের শঙ্কা নিয়েই তাঁদের বসবাস

শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার) 

কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। উপজেলার রোহিঙ্গা শিবিরসহ বেশ কিছু এলাকায় পাহাড়ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় হাজারো মানুষের বসতি থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অতিবৃষ্টিতে গত কয়েক দিনে টেকনাফ পৌরসভা, হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা শিবিরেও পাহাড় ধসে পড়েছে। বর্ষণে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিতও হয়েছে।

হোয়াইক্যংয়ের কেরুনতলী, কাটাখালী, লম্বাবিল, আমতলী, দৈংগ্যাকটা,  হ্নীলার আলী আকবরপাড়া, পানখালী, রঙ্গিখালী, পৌরসভার পল্লানপাড়া ও বাহারছড়ার পাহাড়ি এলাকায় মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এ ছাড়া চাকমারকুল ২১ নম্বর ও উনচিপ্রাং পুটিবনিয়া ২২ নম্বর রোহিঙ্গা শিবিরসহ কয়েকটি শিবির ঝুঁকিতে রয়েছে।

আমতলীর জয়নাল উদ্দিন বলেন, শনিবার ভোরের ভারী বর্ষণে পাহাড়ধসে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তাঁর পরিবারের লোকজন।

লম্বাবিল বাঘঘোনা এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে গত শুক্রবার জিয়াউর রহমান (৫) নামের এক শিশু আহত হয়।

গত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেষ্টনীর পিলার ধসে যাওয়া ও কয়েকটি ব্লক প্লাবিত হয়েছে।

১৬ আর্মড পুলিশের অধিনায়ক (এপিবিএন) এসপি তারিকুল ইসলাম তারিক জানান, গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের বি/১ ব্লক এলাকার কয়েকটি পিলার মাটি সরে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়েছে। পানিতে এই শিবিরের ব্লক-এ/ ১ ও বি/ ১ এলাকায় ১০–১২টি ঘর পানিতে প্লাবিত হয়ে যায়।

উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন জানান, এবার ভারী বর্ষণের সময় ঝুঁকিপ্রবণ এলাকায় মাইকিং করে সচেতনতা চালিয়ে যাচ্ছে সিপিপির ওয়ার্ড পর্যায়ের দলগুলো।

ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ঝুঁকিপ্রবণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল