হোম > সারা দেশ > নোয়াখালী

শ্লীলতাহানির লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া থানা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।

লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই