হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে শিশু অপহরণের দায়ে এক ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে শিশু অপহরণের দায়ে মো. শহিদুল্লাহ (৫৭) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামির উপস্থিতিতে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ রায় দেন।

কারাদণ্ড পাওয়া মো. শহিদুল্লাহ (৫৭) কক্সবাজারের মহেশখালী উপজেলার ধইলের পাড় এলাকার বাসিন্দা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থুয়াই মারমা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ জুলাই ছেলে নাঈমকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পাঁচ বছরের জান্নাতুল নাঈমাকে নিয়ে তাদের মা হাসপাতালে অবস্থান করছিলেন। এক দিন সন্ধ্যায় ছেলের পাশের খালি সিটে তাদের মা ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে পাশে নাঈমাকে পাশে না পেয়ে নিচতলায় গিয়ে দেখেন নাঈমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় অন্য রোগীর স্বজনেরা অপহরণকারী শহিদুল্লাহকে আটক করে পুলিশ সোপর্দ করেন। পরে নাঈমার বাবা মো. আবদুল মান্নান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের