হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার নাজমুল হাসান ও শরীফ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে চান্দেরচরের একটি দোচালা কাঁচা ঘরে মাদক সেবনের সময় যৌথ বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরচর গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (৩৫) ও মৃত আবুল হাসেম মেম্বারের ছেলে মো. শরীফ ইসলাম (৪৬)।

অভিযানে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম এবং দাউদকান্দি মডেল থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর আসামিদের গৌরীপুর ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি বিদেশি মদের বড় ডিলার হিসেবে এলাকায় পরিচিত এবং আশপাশের অন্তত দুটি থানায় নিয়মিত মাদক সরবরাহ করতেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার