হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে ১১ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিদেশে পালানোর সময় আর্থিক প্রতারণাসহ এনআই অ্যাক্টের ১১ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তি হলেন—জাহিদুর রহমান রুবেল (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জাহিদুর রহমান রুবেলের বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী প্রেরণের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণাসহ এনআইঅ্যাক্ট সংক্রান্ত ১১টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আগ্রাবাদের জাম্বুরি পার্কে তাঁর একটি অফিস ছিল। এই কারণে তাঁর বিরুদ্ধে পরোয়ানাগুলো আমাদের থানায় আসে। গ্রেপ্তারের পর তাঁকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘আসামি জাহিদুর রহমান রুবেল গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি গোপনে দেশে আসেন। এ সময় তিনি গ্রেপ্তার এড়াতে নিজ বাসায় অবস্থান না করে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ