কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মজুমদার বাড়িতে বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে ওই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের প্রতিবেশী যুবনেতা ইমরান মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে বুধবার দুপুরে বাড়ির পাশের ছোট পুকুরে গোসল করতে নামে।
দীর্ঘক্ষণ তাদেরকে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর তথ্যমতে, পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদেরকে হাসপাতালে আনা হয়নি।’