হোম > সারা দেশ > বান্দরবান

বস্তা খুলতেই মিলল দুই ভালুক শাবক, গ্রেপ্তার ১ 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ভালুকের দুটি বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বন্যপ্রাণী পাচারের অভিযোগে মো. আলাউদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য জানান। 

গ্রেপ্তার আলাউদ্দিন ১ নম্বর আলীকদম ইউপির ৩ নম্বর ওয়ার্ড উত্তর পালংপাড়ার শামশুল আলমের ছেলে। 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলীপাড়া এলাকার আলীকদম-চকরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলীকদম থেকে চকরিয়াগামী মো. আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে মোটরসাইকেলের বস্তা থেকে দুটি ভালুকের বাচ্চা উদ্ধার করে। এ সময় বন্যপ্রাণী পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, ভালুক শাবকগুলো কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার তাদের রেড লিস্ট বা লাল তালিকায় বাংলাদেশে এশিয়ান কালো ভালুককে চরম সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনে এখনো অল্প সংখ্যায় হলেও এরা টিকে আছে। তবে ক্রমাগত বন ধ্বংস ও পাচারকারীদের কারণে দিনকে দিন এদের অবস্থা আরও খারাপ হচ্ছে। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা থেকে ভালুক, মায়া হরিণ, ময়না পাখি, লজ্জাবতী বানরসহ (বেঙ্গল স্লো লরিস) বিভিন্ন বিপন্ন বন্যপ্রাণী পাচার করে আসছে একটি চক্র।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত