হোম > সারা দেশ > নোয়াখালী

বিএনপির অন্তর্কোন্দলে হাতিয়ায় ফের সংঘর্ষ, আহত ৫

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবারও সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন দলীয় কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তমরদ্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫) ও পয়েল (২৫)। তাঁরা সবাই তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠার বেকী গ্রামের বাসিন্দা এবং সাবেক সভাপতি তানভির হায়দারের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির দুই গ্রুপ—সাবেক সভাপতি তানভির হায়দার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক ডা. শিহাব উদ্দিন জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে, কয়েকজনের শরীর নিস্তেজ হয়ে পড়েছিল রক্তক্ষরণে। চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার অভিযোগ করেন, ‘এ হামলার সঙ্গে আলমগীর কবিরের লোকজন জড়িত। এর আগেও ঈদ পুনর্মিলনীতে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।’

তবে অভিযুক্ত আলমগীর কবির বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী জড়িত নয়। এটি একটি সাজানো অভিযোগ।’

এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও মামলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের শনাক্তে অভিযান চলছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ও হামলার শিকার হন বিএনপির একই পক্ষের কর্মীরা। তখন অন্তত ২৫ জন আহত হন এবং দুটি মামলা দায়ের করা হয়।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ