হোম > সারা দেশ > চট্টগ্রাম

করোনায় থমকে আছে পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ

রাঙামাটি প্রতিনিধি

১৯৯৭ সালের পার্বত্য চুক্তির অন্যতম বিষয় ছিল পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তি করা। এ আলোকে ২০০১ সালে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন তৈরি করে সরকার। এ আইনটি ২০১৬ সালে সংশোধন করা হয়। কিন্তু আইন সংশোধনের পর কমিশনের বিধিমালা প্রণয়ন করা হয়নি। এ অবস্থা থমকে আছে ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ। আইনটি সংশোধনের পর কমিশন কাজ শুরু করে। বিরোধপূর্ণ জমির মালিকদের কাছে দরখাস্ত আহ্বান করা হয়। কিন্তু কমিশনের বিধিমালা প্রণয়ন না হওয়ায় কাজে হাত দিতে পারেনি কমিশন। এরপর করোনার কারণে স্থবির হয়ে যায় পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ। এমন অবস্থায় চুক্তির ২৪ বছর পেরোলেও পাহাড়ের ভূমিবিরোধ নিষ্পত্তি হয়নি একটিরও। 

খাগড়াছড়ি ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে আইন সংশোধন হওয়ার পর কমিশনের কাজের গতি পায়। এরপর একাধিক সভা করে কমিশন। এতে কমিশনের সব প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। একপর্যায়ে কমিশন পাহাড়ে বিরোধপূর্ণ জমি মালিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। এ পরিপ্রেক্ষিতে কমিশনের কাছে ২৩ হাজার আবেদন জমা পড়ে। এ আবেদনগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা আসায় এ কাজ থমকে যায়। 

বর্তমানে ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ পুরোপুরি স্থবির অবস্থায় পড়ে আছে। বর্তমানে কার্যালয়ের তিনজন স্টাফ দৈনন্দিন কাজ করছেন। 

কমিশনের কার্যালয়ের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, করোনায় কমিশনের কোনো কাজই হয়নি। হয়নি কোনো সভা। অন্য প্রতিষ্ঠানগুলো জুম অ্যাপে সভা করলেও এ কমিশন কোনো কিছুই করতে পারেনি। গত এক বছরে একবার অফিস করেছেন কমিশনের চেয়ারম্যান আনোয়ার উল হক। সেটিও গত ৯ নভেম্বর। 
 
কমিশনের সচিব নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কমিশনের সর্বশেষ সভা হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে। মার্চের সভা আহ্বান করা হলে করোনার কারণে সেটি স্থগিত হয়ে যায়। এভাবে পুরো ২০২০ সালটি কর্মহীনভাবে চলে গেছে। এর ভেতরে কমিশনে চেয়ারম্যানের মেয়াদও চলে যায়। তাঁকে আবার নতুন করে নিয়োগ দেয় সরকার। তিনি গত বছর ৩১ মে কমিশনে যোগদান করেন। কিন্তু করোনার কারণে কোনো কাজ করা হয়নি। 

সচিব আরও বলেন, ‘বিরোধপূর্ণ জমির ২৩ হাজার আবেদন আমাদের কাছে জমা পড়ে। কিন্তু এগুলোর শুনানি হয়নি। কমিশনের কার্যবিধিমালা প্রণয়ন হলে আমাদের কাজ করতে সুবিধা হবে। না হওয়ায় আমরা আটকে যাচ্ছি।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ