প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
রোহিঙ্গা আসার আগে উখিয়া ও টেকনাফে হাতি চলাচলের ১৪টি করিডর ছিল। বর্তমানে তা রোহিঙ্গাদের দখলে। খাদ্যাভাব ও পাহাড় উজাড় হওয়াতে বন্য হাতির সংখ্যা অনেক কমেছে। এই বিপন্ন পরিস্থিতির মধ্যেই টেকনাফের পাহাড়ে বাচ্চা জন্ম দিয়েছে একটি বন্য হাতি। চরম এ সংকটের সময় এটি দারুণ খবর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাচ্চাটি যেখানে জন্ম নিয়েছে সেখানে মোট ৭টি বন্য হাতি রয়েছে বলে জানিয়েছেন হোয়াইক্যং রইক্ষ্যংয়ের বিট কর্মকর্তা মাইন উদ্দিন চৌধুরী। হোয়াইক্যং রেঞ্জের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, ‘সবকিছু প্রাকৃতিকভাবেই ঘটছে এবং মা হাতি ও বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।’