হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী শাহর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মুহাম্মদ এমরান, মুহাম্মদ মানিক, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহেল, মো. জমির, আবদুল মুনাফ, মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ সেকান্দারের বসতঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, নাজিরহাট পৌর এলাকার আমির আলী শাহর বাড়ির এসব পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তাঁরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ পরিবারের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে ওই সব ঘর পুড়ে যায়। এ সময় আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

স্টেশন কর্মকর্তা আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার