হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী শাহর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মুহাম্মদ এমরান, মুহাম্মদ মানিক, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহেল, মো. জমির, আবদুল মুনাফ, মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ সেকান্দারের বসতঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, নাজিরহাট পৌর এলাকার আমির আলী শাহর বাড়ির এসব পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তাঁরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ পরিবারের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে ওই সব ঘর পুড়ে যায়। এ সময় আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

স্টেশন কর্মকর্তা আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল