হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন জগন্নাথ মন্দিরে ঢিল নিক্ষেপের অভিযোগে ইউসুফ নবী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার সকালে মন্দিরের কেয়ারটেকার (রক্ষণাবেক্ষণ) নির্মল চন্দ্র দে বাদী হয়ে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তার হওয়া ইউসুফ নবী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বার গ্রামের কাঞ্চন বাজার এলাকার আলী আজমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশন এলাকায় অবস্থিত জগন্নাথ মন্দির কমপ্লেক্সে হরি সেবা পূজা চলছিল। পূজায় শত শত ভক্ত উপস্থিত ছিলেন। পূজা চলাকালে মন্দিরের পার্শ্ববর্তী একটি বহুতল ভবন থেকে একজন ব্যক্তি একাধিকবার পূজাস্থান লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। এ সময় পাশের একটি ভবন থেকে ঘটনাটি ভিডিও করে কয়েকজন। পরবর্তীতে তারা স্থানীয় লোকজনকে ডেকে ওই ব্যক্তিকে আটক করে। মন্দিরের নির্মাণকাজ চলায় ভবনের ওপরে ত্রিপল বিছানো থাকায় তাঁর ছোড়া ঢিলগুলো পূজারস্থলে না পৌঁছোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় নির্মল চন্দ্র দে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে