হোম > সারা দেশ > কুমিল্লা

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, ‘কিশোর গ্যাঙের’ হামলায় কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় মাইনুল ইসলাম পাভেল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পাভেল উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী নুরুল ইসলামের ছেলে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ বৃহস্পতিবার রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাভেলের মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় তিন মাস আগে মাইনুল ইসলাম পাভেলের সাথে ‘কিশোর গ্যাংয়ের’ নেতা মেহেরাজ গ্রুপের সদস্য একই গ্রামের রাফির বাগ্‌বিতণ্ডা হয়। এর পর থেকেই মেহেরাজ গ্রুপ দীর্ঘদিন পাভেলের ওপর নজর রাখে। কখন সে নানা বাড়ি ধোপাখিলাতে আসবে। গত বৃহস্পতিবার বিকেলে পাভেল নানা বাড়িতে আসলে মেহেরাজ গ্রুপ বিষয়টি জানতে পারে। সন্ধ্যায় পাভেল তাঁর নানা বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে মেহেরাজ গ্রুপ খবর পেয়ে জানতে পেরে মোটরসাইকেলে করে মাঠে আসে। এ সময় মেহেরাজ গ্রুপ ব্যাডমিন্টন আগে খেলবে বললে পাভেলের সঙ্গে উপস্থিতদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। 

স্থানীয়রা আরও জানান, এরই জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরাজ, সালমান, রাকিব, জয় ও রাকিব ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় পাভেলের বন্ধু সিয়াম, রবিন, সৈকত ও বিজয় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তাঁরাও আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে গ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিয়াম, রবিন ও সৈকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত পাভেলের মামাতো ভাই আহত রাকিব বলেন, ‘পাভেল মহিপাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে বৃহস্পতিবারে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ করে সালমান, জয় ও রাকিব নামে কয়েকজন তাদের খেলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে, তোমরা এখন মাঠ থেকে উঠে যাও, আমরা খেলব। এ নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। পাভেল প্রতিবাদ করলে সালমান গং মুঠোফোনে তাদের গ্রুপের অপর সদস্যদের খবর দিলে তাৎক্ষণিক বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অন্যান্য সদস্যরা হাতে ধারালো অস্ত্র নিয়ে পাভেলসহ কয়েকজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় পাভেল, সিয়াম, রবিন, সৈকত ও বিজয়সহ চারজন আহত হয়। আমরা চিৎকার শুনে এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জানতে পারি অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য।’ 

আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘কিশোর গ্যাং নেতা মেহেরাজের অত্যাচারে কয়েকটি গ্রামের যুব সমাজ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাঁর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে কলেজছাত্র মাইনুল ইসলাম পাভেলকে কুপিয়ে হত্যা করে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাইনুল ইসলাম পাভেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে