হোম > সারা দেশ > কুমিল্লা

পল্লি চিকিৎসকের ওষুধ খেয়ে ঝলসে গেছে শিশুর শরীর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে পল্লি চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়ে ঝলসে গেছে পাঁচ মাস বয়সী শিশুর শরীর। এ ঘটনায় পল্লি চিকিৎসক দীপক চন্দ্র নন্দী বাবুর নামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুটির চাচা মো. ফিরোজ সিকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী গ্রামের প্রবাসী মো. কামরুল হাসানের স্ত্রী সাহারা আক্তার তার পাঁচ মাস বয়সী শিশু মো. আবরার হোসেন অসুস্থ হলে গত শনিবার স্থানীয় নৈইয়ার বাজারের নন্দী ফার্মেসিতে নিয়ে যান। ফার্মেসির মালিক পল্লি চিকিৎসক দীপক চন্দ্র নন্দী বাবুর দেওয়া শনিবারের ওষুধে শিশু আবরার সুস্থ না হওয়ায় পরদিন রবিবার আবারও সেখানে নিয়ে যান। রবিবারের দেওয়া ওষুধ খেয়ে শিশুটির পুরো শরীর ঝলসে যায়। বর্তমানে শিশুটি ঢাকার মাতুয়াইল শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে শিশুটির মা সাহারা আক্তার বলেন, ‘কোনো মানুষ আগুনে পুড়লে যেমন হয়, দীপক চন্দ্র নন্দী ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে আমার বাচ্চার অবস্থা তেমনি হয়েছে। এখন আমার বাচ্চা সারা দিনে একবারও চোখ খোলে না। আমি ওই পল্লি চিকিৎসকের শাস্তি দাবি করছি।’ 

পল্লি চিকিৎসক দীপক চন্দ্র নন্দী বাবু বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে গরমে শিশুটির শরীরে ছোট ছোট গোটার মতো হয়েছে। প্রথম দিনের ওষুধে ভালো না হওয়ায় পরদিন অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিলাম।’ 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান জানান, কোনো পল্লি চিকিৎসক অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে পারেন না। ওষুধের উচ্চমাত্রার কারণে শিশুটির পুরো শরীর ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মাতুয়াইল শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, তদন্ত সাপেক্ষে ওই পল্লি চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, ‘শিশুর শরীর ঝলসে যাওয়া বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে ওই পল্লি চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে