হোম > সারা দেশ > চট্টগ্রাম

সভাপতি বোরহান উদ্দিন, সা.সম্পাদক সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনে সভাপতি পদে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। আজ বুধবার সিআরবিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, বিজয়ী সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন পান ২৯৭ ভোট, তাঁর নিকটতম প্রার্থী পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাউদ্দিন পান ১০২ ভোট। বিজয়ী সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম পান ৩৭৫ ভোট, তাঁর নিকটতম প্রার্থী শামীম শাহরিয়ার পান ৫৭ ভোট। 

এ ছাড়া বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি লোকমান হোসেন, পরিচালক পদে মো. ইউসুফ, গাজী জাকারিয়া পিন্টু, প্রকৌশলী মো. আমির হোসেন, গাজী তাহের উদ্দিন (নকি), মো. জাফর আলম, অরুণ কুমার দাশ, মো. হাবিবুর রহমান (স্বপন), মো. সেলিম ও চৌধুরী শারাফত করিম। 

সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়। ১২ নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন। 

রেলওয়ের শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম ও লোকমান হোসেন আলাদা প্যানেলে নির্বাচনে অংশ নেন। কিন্তু সিরাজুল ইসলাম প্যানেলে সহসভাপতি আবদুল গফুর মজুমদার ও পরিচালক পদে অরুণ কুমার দাশ ছাড়া অন্যরা সবাই নির্বাচিত হন। 

প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই বিজয় সবার। পরাজিতদেরও সঙ্গে নিয়ে রেলওয়ে হাউজিং সোসাইটির উন্নয়নে কাজ করে যাব। সবার পরামর্শ নিয়ে কাজ করব। 

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ