হোম > সারা দেশ > নোয়াখালী

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত প্রসূতি, ভ্রুণ নষ্টের অভিযোগ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় লাঠি দিয়ে পিটিয়ে নুসরাত আক্তার (৩০) নামের এক প্রসূতি নারীর ভ্রূণ নষ্টের অভিযোগ উঠেছে আশরাফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আজ রোববার ভোরে স্বজনেরা ওই প্রসূতিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন। এর আগে শনিবার রাতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। শনিবার বিকেলেই উপজেলার মোহাম্মদপুর গ্রামে তাঁকে পেটানোর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. ফারুকের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্যা ফয়সাল জানান, গতকাল রাতে নুসরাত আক্তারকে মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর আলট্রাসনোগ্রাফি করানো হয়। তাতে দেখা যায় তাঁর গর্ভে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নুসরাত আক্তারের স্বামী ফারুক আজকের পত্রিকাকে বলেন, বাড়িতে শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় প্রতিবেশী আশরাফের পরিবারের লোকজনের। ঝগড়ার একপর্যায়ে আশরাফ হোসেন ও তাঁর দুই সন্তান লাঠি নিয়ে এসে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন আমার স্ত্রীকে। এতে অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা উদ্ধার করে ঘরে নিয়ে যায় তাঁকে।’ 

ফারুক আরও বলেন, ‘এ খবর পেয়ে বাজার থেকে এসে স্ত্রীকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে স্ত্রীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি আছেন। স্ত্রীর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় এখনো অভিযোগ করতে পারিনি। তবে মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ 

এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফ বলেন, ‘বাড়ির নারীদের সঙ্গে গৃহবধূ নুসরাতের ঝগড়া হয়। সেই ঝগড়া থামাতে গিয়ে আমার সঙ্গে নুসরাতের হাতাহাতি হয়। তবে তাঁকে পেটানোর বিষয়টি সঠিক নয়।’ 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ নিয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত