হোম > সারা দেশ > ফেনী

ওমরা শেষে দেশে ফিরে হত্যা মামলায় গ্রেপ্তার হলেন যুবলীগ নেতা

ফেনী প্রতিনিধি

সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপু। ছবি: সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী পৌর যুবলীগ সভাপতি নাসির উদ্দিন অপু ওমরা পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

একইদিন সোনাগাজীর দক্ষিণ চর সাহাভিকারী এলাকার চাঁন মিয়ার দোকান থেকে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক জলিল মতিগঞ্জ ভূমি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও ইসলামী ব্যাংক জমাদার বাজার এজেন্ট ব্যাংক শাখার কর্ণধার। ২০২০ সাল পরবর্তী তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ব্যবসা ও দলিল লেখকের কাজ করছিলেন বলে দাবি স্থানীয়দের।

এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা দুইটি মামলায় নাসির উদ্দিন অপু এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায়ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ছাড়া আব্দুল জলিলকে আন্দোলনে হতাহতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত