হোম > সারা দেশ > কুমিল্লা

সম্পত্তির দ্বন্দ্বে লাশ আটকে সৎমা ও মেয়ের ধস্তাধস্তি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় লাশের সামনে সম্পত্তি ভাগাভাগি নিয়ে মেয়ে ও সৎমায়ের দ্বন্দ্বে জড়ানোর খবর পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের মধ্য ধস্তাধস্তি হয়েছে। এরপর জামাতা শ্বশুরের লাশ প্রায় এক ঘণ্টা আটকে রাখেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এটি পারিবারিক দ্বন্দ্ব।

নিহত ডা. সিরাজুল হকের মেয়ে হাছনেয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ বছর বয়সে মা মারা যায়। ১৫ বছর বয়সে আমার বিবাহ হয়। তখন স্বামীর বাড়ি চলে যাই। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে কোনো সন্তান হয়নি। গত ২০ বছর ধরে বাবা অসুস্থ ছিলেন। কয়েকবার স্ট্রোক করেছিলেন। তখন সৎমা সেতারা বেগম ও তাঁর ভাই জাহাঙ্গীর এবং তারেক বাড়িঘরসহ সব জায়গা জমি লিখে নিয়েছে। অথচ আমি ছাড়া বাবার কোনো ছেলেমেয়ে নাই।’

হাছনেয়ারার স্বামী ডা. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্বশুরের লাশ দেখতে গেলে তাঁরা আমার মেয়ের ব্যাগ আটকে রাখে। তাঁর নানার ঘর থেকে বের হতে বলে। আমার স্ত্রীকে মারধর করে। তখন একটু ধস্তাধস্তি হয়। তাঁরা ২০১৮ সালে আমার শ্বশুরের ৮ শতক জমি ও তিনতলা বাড়ি হেবা দলিল করে নিয়েছে। ব্যাংকের সব টাকা সৎমা নিয়েছে। গ্রামের সব জমি চাচারা নিয়েছে।’

মৃত ডা. সিরাজুল হকের দ্বিতীয় স্ত্রী সেতারা বেগম বলেন, ‘স্বামীর লাশ সামনে রেখে আমি কোনো কথা বলব না।’

কোতোয়ালি থানার সহকারী পুলিশ পরিদর্শক বিষ্ণু কুমার রায় জানান, ‘বিষয়টি জেনে আমরা হাউজিং ১ নম্বর সেক্টরের মসজিদে যাই। উভয় পক্ষকে বলেছি, লাশ যেন আটকে না রাখা হয় আর সম্পত্তি ভাগ-বাঁটোয়ারার বিষয়টি যেন পরে সমাধান করা হয়। মোটামুটি ঘণ্টাখানেক পর জানাজা ও দাফন হয়।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প