হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ৩

পরশুরাম (ফেনী) প্রতিনিধি 

ছাত্রলীগ নেতা মাহাদী হাসান ও আব্দুল মোতালেব সাকিব এবং শ্রমিক লীগ নেতা আবুল কালাম কালা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পরশুরাম পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহাদী হাসান (২৩), উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব সাকিব (২৩) ও উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালাম কালা (৪৮)।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম তিনজনকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ফেনী সদর থানায় ছাত্র হত্যা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে।

ওসি নুরুল হাকিম আরও বলেন, গতকাল শনিবার রাতে পরশুরাম থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে মাহাদী হাসান, আব্দুল মোতালেব ও আবুল কালাম কালাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ফেনী সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক