হোম > সারা দেশ > নোয়াখালী

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। জাহাঙ্গীরের মোটরসাইকেলকে একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে তিনি নিহত হন বলে জানিয়েছে তাঁর পরিবারের লোকজন।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্ল্যা মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। 

জাহাঙ্গীরের ছেলে মুসতাক শাহরিয়ার আহমেদ জিদান জানান, দেড় বছর আগে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্র যান তাঁর বাবা। এর পর থেকে বিভিন্নভাবে কাজের চেষ্টা করেন তিনি। সর্বশেষ সে দেশে ওয়ার্ক পারমিট পাওয়ার পর উবার চালাতেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উবার চালিয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরতেন।

জিদান আরও জানান, গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে বাবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তাঁরা দুর্ঘটনার খবর পান। বাবা বাসায় ফেরার সময় তাঁর মোটরসাইকেলকে সেই দেশি একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাবার মৃতদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন জিদান।

জাহাঙ্গীরের চাচাতো ভাই আবদুল করিম পাশা জানান, যুক্তরাষ্ট্রে অ্যাসালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে থাকতে জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার নূরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির