হোম > সারা দেশ > ফেনী

ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি

ফেনী প্রতিনিধি

ফেনী জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ও আগাম প্রস্তুতির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটি বন্যা ব্যবস্থাপনাসংক্রান্ত ১৩ দফা দাবি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।

ফেনী জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ও আগাম প্রস্তুতির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটি বন্যা ব্যবস্থাপনাসংক্রান্ত ১৩ দফা দাবি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।

আজ বুধবার (৪ জুন) এনসিপির পক্ষে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী। তিনি বলেন, গত বছরের ভয়াবহ বন্যা থেকে শিক্ষা নিয়ে এবার যথাসময়ে প্রস্তুতি নিতে হবে, যাতে জানমাল রক্ষায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ গুরুত্বসহকারে পর্যালোচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও অগ্রগতি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বন্যাকালে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম (স্পিডবোট, ফ্লোটিং বোট, লাইফ জ্যাকেট, ওয়াকিটকি, টর্চলাইট) ইত্যাদি পর্যাপ্ত মজুত করাসহ বন্যাকালীন ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, গর্ভবতী নারীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স, সাপের কামড় প্রতিরোধে অ্যান্টিভেনমের মজুত এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য ১৩ দফা দাবির মধ্যে রয়েছে:

১. আশ্রয়কেন্দ্রগুলো সংস্কার, পানি-স্যানিটেশনসহ বিদ্যুৎ-খাবারের ব্যবস্থা নিশ্চিতকরণ।

২. উদ্ধার সরঞ্জামাদির পর্যাপ্ত সরবরাহ ও প্রস্তুতি।

৩. জরুরি প্রয়োজনে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিমানবাহিনীর সহায়তা।

৪. খাদ্য, পানি, ওষুধ ও শিশুখাদ্যের জরুরি মজুত নিশ্চিতকরণ।

৫. ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিশেষায়িত চিকিৎসাসেবা।

৬. নিরবচ্ছিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট নেটওয়ার্ক সুবিধার ব্যবস্থা।

৭. বন্যা পূর্বাভাস ও ২৪ ঘণ্টা মনিটরিং সেল গঠন।

৮. ভারত থেকে পানি ছাড়ার আগাম তথ্য বিনিময়ে কূটনৈতিক উদ্যোগ।

৯. কমিউনিটি ফ্লাড রেসপন্স টিম গঠন ও প্রশিক্ষণ।

১০. গবাদিপশু ও কৃষি সম্পদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা।

১১. বাঁধ রক্ষণাবেক্ষণে স্থায়ী পর্যবেক্ষণ টাস্কফোর্স গঠন।

১২. জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত কার্যক্রম।

১৩. বিকল্প যোগাযোগব্যবস্থার প্রস্তুতি।

এনসিপি মনে করে, এসব প্রস্তুতি এখনই না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল