হোম > সারা দেশ > ফেনী

ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি

ফেনী প্রতিনিধি

ফেনী জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ও আগাম প্রস্তুতির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটি বন্যা ব্যবস্থাপনাসংক্রান্ত ১৩ দফা দাবি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।

ফেনী জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ও আগাম প্রস্তুতির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটি বন্যা ব্যবস্থাপনাসংক্রান্ত ১৩ দফা দাবি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে।

আজ বুধবার (৪ জুন) এনসিপির পক্ষে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী। তিনি বলেন, গত বছরের ভয়াবহ বন্যা থেকে শিক্ষা নিয়ে এবার যথাসময়ে প্রস্তুতি নিতে হবে, যাতে জানমাল রক্ষায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ গুরুত্বসহকারে পর্যালোচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও অগ্রগতি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বন্যাকালে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম (স্পিডবোট, ফ্লোটিং বোট, লাইফ জ্যাকেট, ওয়াকিটকি, টর্চলাইট) ইত্যাদি পর্যাপ্ত মজুত করাসহ বন্যাকালীন ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, গর্ভবতী নারীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স, সাপের কামড় প্রতিরোধে অ্যান্টিভেনমের মজুত এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য ১৩ দফা দাবির মধ্যে রয়েছে:

১. আশ্রয়কেন্দ্রগুলো সংস্কার, পানি-স্যানিটেশনসহ বিদ্যুৎ-খাবারের ব্যবস্থা নিশ্চিতকরণ।

২. উদ্ধার সরঞ্জামাদির পর্যাপ্ত সরবরাহ ও প্রস্তুতি।

৩. জরুরি প্রয়োজনে নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিমানবাহিনীর সহায়তা।

৪. খাদ্য, পানি, ওষুধ ও শিশুখাদ্যের জরুরি মজুত নিশ্চিতকরণ।

৫. ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিশেষায়িত চিকিৎসাসেবা।

৬. নিরবচ্ছিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট নেটওয়ার্ক সুবিধার ব্যবস্থা।

৭. বন্যা পূর্বাভাস ও ২৪ ঘণ্টা মনিটরিং সেল গঠন।

৮. ভারত থেকে পানি ছাড়ার আগাম তথ্য বিনিময়ে কূটনৈতিক উদ্যোগ।

৯. কমিউনিটি ফ্লাড রেসপন্স টিম গঠন ও প্রশিক্ষণ।

১০. গবাদিপশু ও কৃষি সম্পদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা।

১১. বাঁধ রক্ষণাবেক্ষণে স্থায়ী পর্যবেক্ষণ টাস্কফোর্স গঠন।

১২. জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত কার্যক্রম।

১৩. বিকল্প যোগাযোগব্যবস্থার প্রস্তুতি।

এনসিপি মনে করে, এসব প্রস্তুতি এখনই না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১