হোম > সারা দেশ > বান্দরবান

থানচি ও রোয়াংছড়ির ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৩২ জন 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান প্রার্থীদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। আট ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।

থানচির চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—থানচি সদর ইউনিয়নে অংপ্রু ম্রো (আওয়ামী লীগ, নৌকা), বর্তমান চেয়ারম্যান মাংছার ম্রো ও ক্রাপ্রু অং; তিন্দু ইউনিয়নে মংপ্রু অং (আওয়ামী লীগ, নৌকা) থোয়াইংচিং মারমা, ভাগ্যরাম ত্রিপুরা হেডম্যান, মংসাই মারমা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা; রেমাক্রি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা (আওয়ামী লীগ, নৌকা) ও চসিং মং মারমা; বলিপাড়া ইউনিয়নে জিং অং (আওয়ামী লীগ, নৌকা), ক্যসাউ মারমা ও মংক্যচিং। 

রোয়াংছড়ির চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মেহ্লা অং (আওয়ামী লীগ, নৌকা), উমংসিং, সাহ্লা অং, থোয়াইচপ্রু, পুরু কান্তি তঞ্চঙ্গ্যা, বাবুল কান্তি তঞ্চঙ্গ্যা, মং হাই নু এবং অংশৈমং মারমা; তারাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ, নৌকা), উনু প্রু মারমা এবং শৈনুপ্রু মারমা; আলেক্ষ্যং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা (আওয়ামী লীগ, নৌকা), লাফ্রাদ ত্রিপুরা, হ্লাশৈচিং মারমা, কমল কান্তি বড়ুয়া ও একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী মাশৈখিং মারমা; নোয়াপতং ইউনিয়নে চ নু মং (আওয়ামী লীগ, নৌকা) সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা ও মংপু হেডম্যান। 

থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, থানচি উপজেলায় ১৩ জন ও রোয়াংছড়ি উপজেলায় ১৯ জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি রোয়াংছড়ির সদর ইউনিয়নে আট জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে রয়েছেন পাঁচজন। 

রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল, মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু