হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমভি আবদুল্লাহর নাবিকদের পরিবারের সঙ্গে জাহাজ মালিকপক্ষের ইফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোমালিয়ার উপকূলে দস্যুরা এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিককে জিম্মি করার ১২ দিনের মাথায় নাবিকদের উদ্বিগ্ন পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করেছেন মালিকপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাবিকদের পরিবারের সদস্যদের আস্থার সংকট কমাতে এবং তাঁদের উদ্বেগ উৎকণ্ঠা প্রশমিত করার অংশ হিসেবে এ ধরনের আয়োজন করা হলো বলে জানিয়েছেন এসআর শিপিং কোম্পানির মুখপাত্র মো. মিজানুল ইসলাম।

শনিবার (২৩ মার্চ) নগরীর আগ্রাবাদে পার্ল হারবার নামক হোটেলে এই ইফতার মাহফিল হয়। সেখানে নাবিকদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এমভি আবদুল্লাহ জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের কর্মকর্তারা। এমভি আবদুল্লাহ জাহাজ ও ২৩ নাবিককে নিয়ে ক্রমাগত অস্থিরতার মাঝে এ ধরনের উদ্যোগ বেশ কাজে দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ইফতার মাহফিলে অংশ নেওয়া এমভি আবদুল্লাহর এক নাবিকের আত্মীয় জানান, আগ্রাবাদ এলাকার পার্ল হারবার হোটেলে ১০০ জনের ইফতারের জন্য বুকিং ছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ৯৭ জন। এতে জিম্মি জাহাজের ২৩ নাবিকের পরিবারের সদস্যদের মাত্র একটি পরিবারের সদস্যরা অনুপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. মিজানুল ইসলাম জানান, ২৩ নাবিকের পরিবারের সদস্যদের সম্মানে আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম আগ্রাবাদ এলাকার একটি হোটেলে। নাবিকদের পরিবারের প্রায় সকলে এসেছিলেন। যে কোনো মূল্যে আমরা নাবিকদের পাশে থাকার বিষয়টি আবারও ব্যক্ত করেছি নাবিকদের পরিবারের সদস্যদের সামনে।

এর আগে কবির গ্রুপের সহযোগী সংস্থা এসআর শিপিং লিমিটেডের জাহাজ এমভি জাহান মণি ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। ২০১০ সালে ছিনতাই করার ১০০ দিনের মাথায় নাবিকসহ জাহাজটি মুক্ত করে আনে গ্রুপটি। এমভি আব্দুল্লাহর মালিকও একই প্রতিষ্ঠান। সেই অভিজ্ঞতাকে এবারও কাজে লাগাতে চায় গ্রুপটি।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত