হোম > সারা দেশ > কুমিল্লা

র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল: কুবি উপাচার্য 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র‍্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে। 

গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী। 

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র‍্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’ 

র‍্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’ 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’ 

আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে