হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএসসির `গাফিলতি' তদন্তে নৌ প্রতিমন্ত্রীকে মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের চিঠি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউক্রেনে রকেট হামলার শিকার এমভি ‘বাংলার সমৃদ্ধি’ পরিচালনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ এনেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির পক্ষ থেকে আজ সোমবার প্রতিমন্ত্রীকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমএমওএর সভাপতি মো. আনাম চৌধুরী। 

আনাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে আমরা সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলাম। একই দাবিতে আজ দুপুরে আমরা নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছি। সেখানে আমরা ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার অনুরোধ জানিয়েছি।’ 

প্রতিমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে বলা হয়, ‘বিএসসি জাহাজটিকে চার্টারার পার্টি ওয়ার জোন নীতিমালা অনুসরণ না করে যুদ্ধকবলিত স্থানে পাঠিয়েছিল। বিমা শুধুমাত্র দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে না।’ 

ওই চিঠিতে আরও বলা হয়, ‘জাহাজে কর্মরত নাবিক ও রাষ্ট্রীয় সম্পত্তির (বাংলার সমৃদ্ধির) নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের। কিন্তু বিএসসি পরিস্থিতি বিবেচনা না করে যুদ্ধকবলিত স্থানে জাহাজটিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, যা একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। বিএসসির এমন সিদ্ধান্তে একজন তরুণ নাবিকের মৃত্যু এবং রাষ্ট্র ও সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। তাই ঘটনার পেছনে বিএসসির যে অব্যবস্থাপনা ছিল, তা খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে ব্যাপারে কার্যকর উপায় খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু