হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানের ঘুমধুমে ঠাঁই হচ্ছে অনিবন্ধিত রোহিঙ্গাদেরও 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ক্যাম্পে নিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে অনিবন্ধিতদেরও ঠাঁই হচ্ছে। আজ সোমবার উপজেলার তুমব্রু গ্রাম থেকে নিবন্ধিত-অনিবন্ধিতসহ ২ হাজার ১৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ট্রানজিটে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিবন্ধিত, আর অনিবন্ধিত ৯৯ জন।

বাকি অনিবন্ধিত রোহিঙ্গাদের একই কায়দায় কুতুপালং-সংলগ্ন ঘুমধুমের এই ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। পরে তাঁদের (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করে শরণার্থীশিবিরে ঘর বরাদ্দ দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেন স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।

তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনে সোয়া চার হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাহান্তে গুনে পাওয়া গেছে ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নেওয়া হয় ২ হাজার ১৯৭ জন।’

এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন হাজার রোহিঙ্গার মধ্যে দুই হাজারের অধিক আগের নিবন্ধিত। আজ যাদের ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।’

মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, বাকিরা অনিবন্ধিত ছিল। এদের আগে ট্রানজিট ক্যাম্পে এনে রেজিস্ট্রেশন করে শিবিরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। 
এ নিয়ে কোনো ঝামেলা হবে না। যথানিয়মে তাদের আনা হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে