প্রতিনিধি
বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে উর্মি দে (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ মধ্যমপাড়া রনজিত সিংহের বাড়িতে এ ঘটনা ঘটেছে। উর্মি একই এলাকার রাজু দের স্ত্রী। তাঁদের এক ছেলে রয়েছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান, গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।