হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মো. হোসেন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর এলাকার আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রামপুর ইউনিয়নের জাহিদ হাসান (১৯), মেহেদী হাসান (২১), আহসান উল্যাহ সাজু (২৬), আনোয়ার হোসেন (৬৫) ও মুছাপুর ইউনিয়নের মো. ইসমাইল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মোতাহের তার খালাতো ভাই আব্দুল গফুর ও আব্দুর রহমানসহ কয়েক জন অপর পক্ষ আহছান উল্যাহ সাজুদের বাড়িতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় মোতাহার হোসেনের বাবা মো. হোসেন ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁর চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত মো. হোসেন দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মারা গেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে। ৫ আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির