কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে দুষ্কৃতকারীদের গুলিতে প্রধান মাঝি (নেতা) মোহাম্মদ হোসেন (৩৮) আহত হয়েছেন। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার বলেন, গতকাল রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ক্যাম্পে স্বেচ্ছাসেবকেরা পাহারায় ছিল। পরে দুষ্কৃতকারীরা ওই ব্লকের হেড মাঝি মো. হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হেড মাঝিকে প্রথমে ক্যাম্পের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পাঠানো হয়।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পে টহল বাড়ানোর পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।