হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে হেড মাঝি আহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে দুষ্কৃতকারীদের গুলিতে প্রধান মাঝি (নেতা) মোহাম্মদ হোসেন (৩৮) আহত হয়েছেন। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।  

সহকারী পুলিশ সুপার বলেন, গতকাল রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ক্যাম্পে স্বেচ্ছাসেবকেরা পাহারায় ছিল। পরে দুষ্কৃতকারীরা ওই ব্লকের হেড মাঝি মো. হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়।  খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হেড মাঝিকে প্রথমে ক্যাম্পের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হাসপাতালে ভর্তি করে পুলিশ। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) পাঠানো হয়। 

সহকারী পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পে টহল বাড়ানোর পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত