হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা-১১: স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের ভোট বর্জন ঘোষণা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র থেকে জোরপূর্বক এজেন্ট বের করে দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আজ রোববার দুপুর ১২টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন। 

মিজানুর রহমান এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’ 

মিজানুর রহমানের নির্বাচনের প্রধান সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন ফুলকপি প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দেয়। বিভিন্ন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে নৌকায় সিল প্রদান করা হলেও প্রিসাইডিং অফিসাররা বাধা দেয়নি। 

তিনি আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা সরাসরি নৌকার পক্ষপাতিত্ব করছেন। আমরা এ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ভোট বর্জন করলাম। 

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী