হোম > সারা দেশ > নোয়াখালী

ঢাকার টিকটকার গ্রুপের প্রলোভনে ঘর ছেড়েছিলেন নোয়াখালীর ২ তরুণী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ঢাকার পল্লবী এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিকটকারদের প্রলোভনে পড়ে রঙিন জীবনযাপনের আশায় তাঁরা ঢাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন। 

আজ শনিবার দুপুরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণীরা হলেন ২১ বছর বয়সী আফরোজা ও ১৯ বছর বয়সী জহুরা (ছদ্মনাম)। 

পুলিশ বলছে, উদ্ধারকৃত দুই তরুণীর মধ্যে একজন বিবাহিত এবং অপরজন পড়ালেখা করেন। তাঁরা দুজন সম্পর্কে একে অপরের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ব্যবহার করতেন দুজনই। গত ৩০ এপ্রিল তাঁরা নিজেদের মধ্যে যোগসাজশে ঢাকার এক টিকটকার গ্রুপের প্রলোভনে পড়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের দুজনের পরিবারের পক্ষ থেকে ১ মে সুধারাম মডেল থানায় আলাদা দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের উদ্ধারে অভিযানে নামে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল। 

এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের একটি দল ময়মনসিংহ ও ঢাকার একাধিক স্থানে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার রাতে পল্লবী থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে। এর আগে ওই টিকটকাররা তাঁদের নিয়ে একাধিক স্থান ও বাসা পরিবর্তন করে। আমাদের তৎপরতার কারণে সর্বশেষ তাঁদের দুজনকে রেখে পালিয়ে যায় টিকটকার গ্রুপটি। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী