হোম > সারা দেশ > নোয়াখালী

ঢাকার টিকটকার গ্রুপের প্রলোভনে ঘর ছেড়েছিলেন নোয়াখালীর ২ তরুণী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ঢাকার পল্লবী এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিকটকারদের প্রলোভনে পড়ে রঙিন জীবনযাপনের আশায় তাঁরা ঢাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন। 

আজ শনিবার দুপুরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণীরা হলেন ২১ বছর বয়সী আফরোজা ও ১৯ বছর বয়সী জহুরা (ছদ্মনাম)। 

পুলিশ বলছে, উদ্ধারকৃত দুই তরুণীর মধ্যে একজন বিবাহিত এবং অপরজন পড়ালেখা করেন। তাঁরা দুজন সম্পর্কে একে অপরের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ব্যবহার করতেন দুজনই। গত ৩০ এপ্রিল তাঁরা নিজেদের মধ্যে যোগসাজশে ঢাকার এক টিকটকার গ্রুপের প্রলোভনে পড়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের দুজনের পরিবারের পক্ষ থেকে ১ মে সুধারাম মডেল থানায় আলাদা দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের উদ্ধারে অভিযানে নামে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল। 

এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের একটি দল ময়মনসিংহ ও ঢাকার একাধিক স্থানে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার রাতে পল্লবী থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে। এর আগে ওই টিকটকাররা তাঁদের নিয়ে একাধিক স্থান ও বাসা পরিবর্তন করে। আমাদের তৎপরতার কারণে সর্বশেষ তাঁদের দুজনকে রেখে পালিয়ে যায় টিকটকার গ্রুপটি। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার