নগরের পাহাড়তলীর উত্তর কাট্টলীর এলাকার কর্নেল জোন্স রোডের ভ্যানগার্ড গার্মেন্টসকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গার্মেন্টসটির পাশের একটি পুকুর ভরাটের অভিযোগে তাঁদের এই জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার এক শুনানিতে পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী জানান, এক শুনানিতে তাদের এই জরিমানা করা হয়। এর আগে গত ১৭ আগস্ট পরিবেশ অধিদপ্তর ভ্যানগার্ড গার্মেন্টস কর্তৃপক্ষের (বিএসএ গ্রুপ) বিরুদ্ধে পুকুর ভরাটের সত্যতা পায়। অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে একটি অভিযান চালিয়ে অভিযোগ খতিয়ে দেখে।
শুনানির আদেশে ভরাট করা পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং আগামী সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী।