নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাটির দেয়ালচাপায় রাজন মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লেংড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাজন ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজন একই গ্রামে তার নানা আব্দুল বারেকের বাড়িতে খেলা করছিল। এ সময় মাটির তৈরি দেয়াল মেরামতের কাজ করছিলেন নানা বারেক। এদিকে বিপরীত পাশে খেলা করছিল শিশুটি। একপর্যায়ে হঠাৎ দেয়াল ধসে পড়ে রাজনের ওপর। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।