হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি সিন্ডিকেটের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিন্ডিকেট সভার আগে পদোন্নতিসংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদকে প্রধান করে দুই সদস্যের এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তবে, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। 

সূত্রে জানা যায়, শুক্রবার নগরীর চারুকলা ইনস্টিটিউটে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সিন্ডিকেটের ৫৪৪ তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অর্ধশতাধিক অ্যাজেন্ডার ওপর আলোচনা–পর্যালোচনা হয়। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আগের দিন মধ্যরাতে ফাঁস হয়ে যায়। 

রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সেকশন অফিসার আব্দুল্লাহ আল আসাদ পদোন্নতিপ্রাপ্ত কয়েকজনকে ওই মধ্যরাতে অভিনন্দন জানিয়ে হোয়াটস অ্যাপে বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। পদোন্নতিপ্রাপ্ত অন্তত পাঁচজন আগের রাতে ওই কর্মকর্তার অভিনন্দন বার্তা পেয়েছেন বলে জানা যায়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সেকশন অফিসার আব্দুল্লাহ আল আসাদ বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি অফিসের কাজে ব্যস্ত আছেন বলে জানান। 

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা