স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র, পেশিশক্তি বা বন্দুকের নলের ওপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের বিশ্বাস জনগণের সমর্থনের ওপর। এ জন্য আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে।’
আজ রোববার নোয়াখালীর সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আপনার একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, বাংলাদেশ কোথায় থেকে কোন জায়গায় এসেছে। ২০০১ সালে আমরা ক্ষমতা হারানোর সময় যে বাংলাদেশ রেখে এসেছিলাম, আবার ক্ষমতায় আসার পর সেই বাংলাদেশকে অনেক পেছনে পেয়েছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসছেন তখন দারিদ্র্যের হার ছিল ২৬%। আর আজকে দারিদ্র্যের হার মাত্র ৫%-এ নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করলে কোনো দরিদ্র থাকবে না, এ দেশের গরিব মানুষ আর গরিব থাকবে না। আমরা শিক্ষার হার বাড়িয়েছি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছি।’ এ সময় উপস্থিত জনগণকে পুনরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু।