হোম > সারা দেশ > ফেনী

ওয়ার্ড সভাপতিকে হত্যার হুমকি উপজেলা আ. লীগ সভাপতির, থানায় জিডি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি এই জিডি করেন। তিনি পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি বিলোনিয়া স্থলবন্দর শ্রমিক ইউনিয়নেরও সভাপতির দায়িত্বে আছেন।

জিডিতে বলা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় অনুষ্ঠিত এক সভায় কামাল উদ্দিন মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ করে উপস্থিত সবার সামনে ইব্রাহিমকে হত্যার হুমকি দেন। বর্তমানে তিনি তাঁর পরিবার-পরিজনকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন।

এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিন মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তি তিনি ফোন রিসিভ করেননি।

এ নিয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। এরপর থানার উপপরিদর্শক মনিরুল ইসলামকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির