হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ, দুজনকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ স্যালাইন রোগীর শরীরে পুশ করার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জসহ (নার্স) দুজনকে শোকজ করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম তাঁদের শোকজ করেন। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার ঘটনায় রোগীদের শারীরে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সে ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন। 

অভিযুক্ত দুজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ (নার্স) শাহিনুর বেগম ও স্টোর কিপার মোবারক হোসেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম আজকের পত্রিকাকে জানান, হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ (নার্স) শাহিনুর বেগম ও স্টোর কিপার মোবারক হোসেনকে শোকজ করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে রাজিয়া খাতুন ও গিয়াস কামাল বাবু নামে দুজন রোগী ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের স্যালাইন দেওয়া হয়। একপর্যায়ে রোগীর শরীরের একপাশ থেকে ব্যথা শুরু হয়। তখন রোগীর স্বজনেরা পুশকৃত স্যালাইন চেক করে তা মেয়াদোত্তীর্ণ দেখতে পান। 

পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়াকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্ত করে দেখার জন্য বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ওয়ার্ড ইনচার্জ (নার্স) শাহিনুর বেগম ও স্টোর কিপার মোবারক হোসেন শোকজ করেন। 

রোগীর স্বজনেরা বলেন, ‘আজ (রোববার) সকালে রাজিয়া খাতুনকে খিঁচুনি জাতীয় সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি। ভর্তির পর মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেন দায়িত্বে থাকা নার্স।’ অপর দিকে ভুক্তভোগী গিয়াস উদ্দিন বাবুকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার পর শরীরের একপাশে ব্যথা শুরু হয় বলে জানান তিনি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার