হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাসের ৪ কর্মকর্তা বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘুষ নিয়ে আড়াই হাজার সংযোগ দেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) চারজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৩ জুলাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। 

বরখাস্ত হওয়া চারজন হলেন কেজিডিসিএলের উত্তর বিভাগের (রাজস্ব) জোন ৩ ও ৯ শাখার ব্যবস্থাপক রোকেয়া ফেরদৌসী, একই বিভাগের উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাতী। 

২৩ জুলাই কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোজাহার আলী সই করা আদেশে বলা হয়, যেহেতু কেজিডিসিএলের কর্মকর্তা রোকেয়ার বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেহেতু তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সঙ্গে অন্য এক আদেশে উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাতীকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

এর আগে গত ২১ জুন ‘ঘুষ নিয়ে আড়াই হাজার সংযোগ দিল সিন্ডিকেট’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে এই চারজনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল