হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দরে জাহাজ থেকে তেল চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে প্রতিনিয়ত তেল চুরি করছে বেশ কয়েকটি চক্র। গেল ১৫ দিনে এমন অন্তত তিনটি চক্রের সদস্যকে ৫ হাজার ৩৭৫ লিটার চোরাই তেলসহ হাতেনাতে ধরেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।

সবশেষ গত রোববার মধ্যরাতে পতেঙ্গার নেভাল এলাকার বাটারফ্লাই পার্কের পাশ থেকে চারজনকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ। এরা হলেন, মো. ইকবাল, কামাল উদ্দিন, মো. ইরান এবং নজরুল ইসলাম। এরা সবাই পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার বাসিন্দা।

পতেঙ্গা থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা সুবীর পাল জানান, এরা চারজন সাব্বির সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি দোকানের কর্মচারী।

দোকানটি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে দক্ষিণ পতেঙ্গা এলাকায়। বন্দরে আসা জাহাজ থেকে তেল চুরি করে এ দোকানেই রাখা হতো। এখান থেকে ড্রামে ভর্তি করে ট্রাকে বা ভ্যান গাড়িতে চলে যেতো ক্রেতার কাছে। রোববার মধ্যরাতে ৭ ড্রাম ভর্তি, প্রায় এক হাজার ২০০ লিটার তেল উদ্ধার করেছি। তবে দোকানের মালিকের নাম বলছে না কর্মচারীরা। তাকে খোঁজা হচ্ছে।

১৪ দিন আগে ২৬ জুলাই মধ্যরাতে ঠিক একই জায়গা থেকে চোরাই তেলসহ মো. শওকত ও মিন্টু বড়ুয়া নামে দুজনকে আটক করেছিল র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ২ হাজার ৭৫ হাজার লিটার চোরাই তেল। এরা দক্ষিণ পতেঙ্গার একই এলাকায় তেলের ড্রামভর্তি ট্রাক নিয়ে অপেক্ষায় ছিলেন। র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে পালানোর চেষ্টার সময় ধাওয়া দিয়ে তাদের ধরা হয়।

চার দিন আগে  গত ৫ জুলাই একই স্থান থেকে এক হাজার ৬৫০ লিটার তেল ও ২৫০ লিটার অকটেনসহ  অন্য এক চক্রের তিনজনকে আটক করে র‌্যাব। 
র‌্যাব ৭ এর উপপরিচালক মুশফিকুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি সিন্ডিকেট চোরাই তেল ব্যবসায় জড়িত। এরা চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে গোপনে তেল সংগ্রহ করে। পরে খোলা বাজারে বিক্রি করে।

এরা দুই ভাবে তেল সংগ্রহ করে একটি হলো বিদেশি জাহাজ যখন কর্ণফুলী নদীতে খালাসের জন্য আসে তখন। অন্যটি হলো পদ্মা, মেঘনা , যমুনা তেল বিপণনকারী এসব প্রতিষ্ঠান থেকে ছোট ছোট জাহাজে তেল সারা দেশে পরিবহন হয় । এ সময় মাঝ সমুদ্র থেকে। তারা ছোট মোটর লাগিয়ে ড্রামে তেল ভর্তি করে। তারপর কম দামে বাজারে বিক্রি করে। এ চক্রের সঙ্গে জাহাজেরও কিছু অসাধু কর্মকর্তা–কর্মচারী জড়িত। এসব চক্রের খবর নিচ্ছি। সবাইকে আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১