হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ পথচারীসহ ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমূল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের স্বজনেরা লাশ নিয়ে গেছে।

নিহত ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লির আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) ও মোটরসাইকেল আরোহী দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে আবুল কালাম (৪০)।

আহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসযাত্রী মিল্লাত (২৩), নওগাঁর আরিফুল ইসলাম (২৮), ঢাকার সাবিনা (৩৫), তাঁর মেয়ে তানহা (১০), মোটরসাইকেল আরোহী আবুল কামাল এবং বাসের আরও পাঁচ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল পৌনে ১০টার দিকে হাঁড়িখোলা মাজার এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসযাত্রীরা। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি