হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ব্যারাকে ঢুকে মোবাইল ফোন চুরি, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের ব্যারাকে ঢুকে মোবাইল ফোন চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন পুরোনো রেলস্টেশন ও লালদীঘির পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার মৃত মাহতাব উদ্দিনের ছেলে এস এম মারুফ হাসান (৩৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. দুলালের ছেলে মো. ফারুক (৪২)। 

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজ শুক্রবার বলেন, গত ২৭ মার্চ বন্দর পুলিশ লাইনসের ফোর্স ব্যারাকে একটি কক্ষে ঢুকে দুই কনস্টেবলের দুটি মোবাইল ফোন চুরি করেন অভিযুক্ত ব্যক্তিরা। ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁদের রুমে মোবাইল ফোন রেখে পুলিশ লাইনসের ইবাদতখানায় নামাজ পড়তে যান। 

এ ঘটনায় গতকাল বন্দর থানায় মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। ফুটেজে আসামিদের পুলিশ লাইনসের মূল গেট দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোবাইল ফোন জব্দের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করা হয়। 

এসআই জানান, সিডিএমএস পর্যালোচনা করে আসামি এস এম মারুফ হাসানের বিরুদ্ধে কোতোয়ালি, বন্দর, হাটহাজারীসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা পাওয়া গেছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা