হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজ প্রতিষ্ঠান থেকে গার্মেন্টস ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর পাহাড়তলীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নাছির উদ্দিন (৪৩) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পুলিশ বলছে, পাওনাদারের চাপে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারেন।

গতকাল সোমবার রাত ৮টা নাগাদ নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা স্কয়ার বঙ্গবন্ধু ক্লাবের সামনে চৌধুরী ম্যানসন থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। নাছির উদ্দিন জেএনকে ফ্যাশনের মালিক।

পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের নিজের বাসা অফিস কাম গোডাউন ছিল। তিনি ওই অফিসের দরজা বন্ধ করে ভেতরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাছির উদ্দিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসি মোস্তাফিজুর আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা আত্মহত্যার ঘটনা। এর পরও পুরোপুরি নিশ্চিত হতে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

ওসি বলেন, ‘পরিবারের সদস্যসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাওনাদারের চাপে উনি আত্মহত্যা করে থাকতে পারেন। কেউ বলছেন, তাঁর কাছ থেকে বিভিন্নজন ১৪ লাখ টাকা পাবেন, আবার কেউ বলছেন ১৭ লাখ টাকা।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির