চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ আটকে পড়া পাঁচ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী লরি মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজগেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় লরিটি উল্টে গেলে তার পাশে থাকা একইমুখী যাত্রীবাহী প্রাইভেট কারটি লরির নিচে চাপা পড়ে। পরে লরির নিচে চাপা পড়া যাত্রীদের আর্তচিৎকারে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রায় পৌনে এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লরি ও দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি সরিয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।’