হোম > সারা দেশ > কুমিল্লা

মনোহরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া গ্রামের এ ঘটনা ঘটে।

শিশুরা হলো উত্তর ফেনুয়া গ্রামের মো. সোহেলের ছেলে ইব্রাহিম খলিল এবং সোহেলের ছোট বোন নাছরিন আক্তারের মেয়ে লামিয়া আক্তার। তারা স্থানীয় উত্তর ফেনুয়া হোসাইনীয়া কাওমি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে মামাতো ভাইবোন।

উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান হিরু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ি ও সমবয়সী হওয়ার কারণে মামাতো ভাই ইব্রাহিম খলিল (৫) ও ফুপাতো বোন লামিয়া আক্তার (৫) একসঙ্গে খেলাধুলা করত। প্রতিদিনের মতো আজ (বৃহস্পতিবার) দুজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। দুপুর ১২টার দিকে দুই শিশুর লাশ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি মর্মান্তিক।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত পরে জানানো জানাব।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়