হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

যুবলীগের নেতাসহ পৃথক দুই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যুবলীগের নেতাসহ পৃথক দুটি হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের যুবলীগের নেতা আবদুল হান্নান ওরফে সুমন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় মামলায় ঘটনার সত্যতা প্রমাণিত না হওয়ায় মানিক এলাহী বাবুলকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার দত্তপাড়া এলাকার কাউছার, খোরশেদ আলম, কালা শাহাদাত, দক্ষিণ মাগুড়ী এলাকার সোহাগ, সোহেল রানা ও রাব্বী। 

অন্যদিকে একই উপজেলার গণেশ শ্যামপুর এলাকার হানিফ হত্যা মামলায় গণেশ শ্যামপুর এলাকার দিদার হোসেন ও দেবীনগর এলাকার ওমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

আদালত ও মামলা সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যুবলীগের নেতা আবদুল হান্নানকে দত্তপাড়ার পূর্ব বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন সুমনের মা সুফিয়া বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

অন্যদিকে একই উপজেলার গণেশ শ্যামপুর এলাকায় ২০১৫ সালের ৭ এপ্রিল সন্ধ্যায় হানিফ নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন নিহতের বোন মনোয়ারা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ