কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে এনে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রাতে সদরের পাঁচথুনীর টিক্কারচর ব্রিজের দক্ষিণ পাশের চা-দোকানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আব্দুল কুদ্দুস (৩৫) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাগচী।
নিহত কুদ্দুসের বাবা আব্দুস সালাম বলেন, ‘আমার ছেলে কুদ্দুস গতকাল শ্বশুরবাড়ির দক্ষিণ চর্থায় ছিল। সন্ধ্যার দিকে তাঁকে শুভপুরের বাসিন্দা সোহাগ শ্বশুরবাড়ি থেকে ডেকে আনে। এ সময় কুদ্দুসসহ সোহাগ ও সাগর নামের আরেকজন দোকানে চা খাচ্ছিল। সোহাগ আমার ছেলের কাছে টাকা চায়।’
আব্দুস সালাম আরও বলেন, ‘কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দিয়ে বলে, ‘জেল থেকে এসেছিস। ঠিকঠাক চলিস আর এটা এখন রাখ। এটা দিয়ে চল।’ টাকা হাতে নিয়েই সোহাগ কুদ্দুসকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সাগরকেও ছুরিকাঘাত করে, সে এখন হাসপাতালে। তবে কী নিয়ে দ্বন্দ্ব, তার সঠিক কারণ জানতে পারিনি।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাগচী বলেন, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।