হোম > সারা দেশ > নোয়াখালী

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

জামালপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ এলাকা থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি সাঈদ আনোয়ারকে (১৮) নোয়াখালীতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১-এর একটি দল। 

আজ রোববার সকালে র‍্যাব-১৪-এর মাধ্যমে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল শনিবার রাত ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আনোয়ার জামালাপুর সদর উপজেলার হাজীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

র‍্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছইলাবাদ এলাকা থেকে আনোয়ার চার-পাঁচজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে তার এক খালাতো ভাইয়ের বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার পরিবারকে সেদিনের ঘটনার কথা জানালে গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। 

কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে জামালপুর থেকে নোয়াখালী এসে আশ্রয় নেন আনোয়ার। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চৌমুহনী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব-১৪, সিপিসি-১-এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল