হোম > সারা দেশ > চট্টগ্রাম

কনটেইনারের পাশ থেকে মিলল মাথার খুলি ও হাড়গোড়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও একটি দেহাবশেষের পুড়ে যাওয়া মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বিএম ডিপোর দক্ষিণ পাশের পুড়ে যাওয়া কনটেইনারের পাশ থেকে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান মাথার খুলি ও হাড়গোড় উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

আনিসুর রহমান বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টায় আগুন লাগা ও বিস্ফোরণের প্রায় ৮৬ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হন তাঁরা। আগুন নিভে গেলে এখনো ড্যাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। বুধবার সন্ধ্যায় ডিপোর দক্ষিণ পাশে পুড়ে যাওয়া কনটেইনারের ড্যাম্পিং কাজ করার সময় একটি দেহাবশেষের পুড়ে যাওয়া মাথার খুলি ও কিছু হাড়গোড় দেখতে পান। এ সময় তাঁরা সেগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো.আশরাফুল করিম আজকের পত্রিকাকে জানান, সন্ধ্যায় কনটেইনারের পাশ থেকে একটি মরদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। পরবর্তীতে আরেকটি কনটেইনারের পাশ থেকে আরেকটা দেহাবশেষের মাথা ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৬ জনে। বুধবার সন্ধ্যায় উদ্ধার করা দুটি মরদেহের দেহাবশেষ চমেক হাসপাতালে র মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর কাজ করার সময় রাসায়নিক ভর্তি একটি কনটেইনারের বিকট শব্দে বিস্ফোরণ হয়। এঘটনায় এখন পর্যন্ত সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ৯ জন ফায়ার ফাইটারসহ ৪৫ জন মারা গেছেন। আহত হয়েছেন দুই শতাধিকেরও অধিক মানুষ।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল