হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারী বর্ষণে চবির শাটল ট্রেন বন্ধ, ২২ বিভাগের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

টানা ভারী বর্ষণের কারণে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় অধিকাংশ শিক্ষক বাসও চলতে পারেনি। ফলে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আজ রোববার দুপুরে পরীক্ষা স্থগিতর বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা। তিনি বলেন, আজ ২৫টি বিভাগের পরীক্ষা ছিল। এর মধ্যে ২২টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শাটল ট্রেনের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, অতিবৃষ্টির কারণে শাটল চলাচল বন্ধ রয়েছে। নগরীর বটতলী রেলস্টেশন থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। কখন চলাচল স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাস চলাচল করেনি। 

সার্বিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্তত ২২টি বিভাগের ২৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিহাস, দর্শন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ফারসি ভাষা ও সাহিত্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, পালি, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সংস্কৃত, শিক্ষা ও গবেষণা, আরবি, মার্কেটিং, যোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিদ্যা বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ