হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এসএসসি ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় বাইর থেকে খাতা যুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার চান্দলা উপজেলার কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার ওই পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষার্থী তার নিজ খাতার পাতা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। এ সময় বাইর থেকে প্রশ্নের উত্তর সংবলিত পাতা ওই খাতায় যুক্ত করে। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা পর্যবেক্ষক বিষয়টি দেখতে পেয়ে খাতা আটক করে কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব বিষয়টি উপজেলা প্রশাসনকে অবিহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। পরে কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন। 

চান্দলা কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব রাখাল চন্দ্র শীল বলেন, ‘পরীক্ষায় মূল খাতা থেকে পাতা সরিয়ে বাহির থেকে প্রশ্নের উত্তর সংবলিত একটি খাতা সংযুক্ত করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নেবেন কত বছরের জন্য তাকে বহিষ্কার করবেন।’ 

ইউএনও সোহেল রানা বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের