হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এসএসসি ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় বাইর থেকে খাতা যুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার চান্দলা উপজেলার কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার ওই পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষার্থী তার নিজ খাতার পাতা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। এ সময় বাইর থেকে প্রশ্নের উত্তর সংবলিত পাতা ওই খাতায় যুক্ত করে। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা পর্যবেক্ষক বিষয়টি দেখতে পেয়ে খাতা আটক করে কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব বিষয়টি উপজেলা প্রশাসনকে অবিহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। পরে কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন। 

চান্দলা কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব রাখাল চন্দ্র শীল বলেন, ‘পরীক্ষায় মূল খাতা থেকে পাতা সরিয়ে বাহির থেকে প্রশ্নের উত্তর সংবলিত একটি খাতা সংযুক্ত করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নেবেন কত বছরের জন্য তাকে বহিষ্কার করবেন।’ 

ইউএনও সোহেল রানা বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত